অনেক চেষ্টার পরে কলকাতাতেও এই আসরের কবিদের এক আড্ডার ক্ষীণ সম্ভাবনা দেখা গেছে। আমি google+ এ এই website এর community "কবিদের আড্ডা"য় মতামত বিভাগে এই প্রস্তাব দিয়েছিলাম, ওখানে কবিবন্ধু মুকুট চক্রবর্তী কিছু ইতিবাচক সাড়া দিয়েছেন, যারা আগ্রহী তাঁরা বার্তা পাঠাতে পারেন ৭৬৮৬৯৮৫৯ নম্বরে, আমি সেখানে আড্ডার স্থান হিসাবে কফি হাউস বা কলেজ সকোয়ারের নাম প্রস্তাব করেছি, কেউ অন্য কোন জায়গা থাকলে বলতে পারেন।
অনেক ধন্যবাদ রইল।