"মাগফিরলী আররহমানু ইয়া রাব্বিননাস'
তোমার কাছে নত হয়ে দোয়া করছি খাস।
ইয়া ইলাহি! দেখাও হে সত্যপথ।
পুরো করো, আমাদের নেক মান্নত।
মোদের জীবন পথ নির্ণয়ে তুমিই সেরা হাকিম।
সহজ কর আমাদের পরিনাম, "ইয়া গফুরুর রহীম।"
[মাগফিরলী=ক্ষম মোরে, আররাহমানু= করুণাময়, ইয়াঃ হে, রাব্বিনাসঃমানব জাতির প্রভু, ইলাহিঃ উপাস্য মোর, মান্নতঃচাহিদা/প্রার্থনা, হাকিমঃবিচারক, গফুরুর রহীমঃ ক্ষমাশীল দয়ালু]