আগে নিজের মনের কথা নিজের মত করে লিখে বন্ধুদের, কাছের জনদের  sms করতাম। কেউ বিরক্ত হত, কেউ সেগুলো নিয়ে টিটকিরি মারতো। হঠাত একদিন বিদ্রোহী কবিতাটি খুঁজতে গিয়ে এই ওয়েবসাইটের খোঁজ পাই, সেই থেকে আমি এখানে।

এখানে অনেকের সাহচর্যই অসাধারণ, সেগুলো আগেও কিছু বলেছি। পরেও বলা যাবে। কিছুজনের সাথে বাক্যালাপ আমাকে লিখিয়ে ছেড়েছে। যেমন 'অস্ফুটে' লেখাটি কবিবন্ধু বাংলাদেশের এই বছরের বাজেট নিয়ে আক্ষেপ করছিলেন সে নিয়ে লেখা।
http://www.bangla-kobita.com/abusayeed/post20140608021159/
কবিবন্ধু শিমূল শুভ্রর এক মর্মান্তিক ঘটনার বয়ান ও তার পরিপ্রেক্ষিতে পোশাক বিতর্ক নিয়ে আমার লেখাটি ছিল।
http://www.bangla-kobita.com/abusayeed/post20140609093730/
এখানে যাদের সাথে পেয়ে ধন্য মনে করেছি, তাদের মধ্য অন্যতম হল তুষার। সে আমার অনুরোধে সুরা ফাতিহার সনেট-ভাবার্থ করেছে, বিনা অনুরোধেই হারিয়ে যাওয়া কবিতার সুত্র ধরে নতুন এক কবিতা লিখেছে। তার প্রতি ভালোলাগা আমার কবিতায় জানালাম।
http://www.bangla-kobita.com/abusayeed/post20140610051212/