মন্তব্য করার আগে এই সুত্র পড়ুন
http://www.bangla-kobita.com/abusayeed/post20140610033024/

মনা আমার তুই ছেড়ে গেলি কোথায়?
মা আমার! দিন কাটছে ব্যাথায়।
অনেক দরদ দিয়ে, অনেক যত্ন নিয়ে
দিয়েছিলি বইয়ের প্রচ্ছদ ভরিয়ে।
আজ তুই নাই, প্রাণ কেঁদে যায়,
মরছি আমি কি জ্বালায়!
কারে বলি হায়, কি যাতনায়
রেখেছেন মোরে বিধাতায়!