রবি বিশ্বাস চলছে
বৃদ্ধ বয়সে মাওবাদীদের ভয়ে
তারা তাঁকে তাড়িয়ে দিয়েছে
জোতদারদের দোসর বলে।
রবি বিশ্বাস চলছে
যেমন করে চলছিল
প্রৌড় বয়সে
পুলিশের তাড়া খেয়ে
যারা তাকে খেদিয়েছিল
ছেলে দাগী নকশাল বলে।
রবি বিশ্বাস চলছে
যেমন করে চলছিল
যুবক বয়সে
বস্তি থেকে উচ্ছেদ হয়ে
সরকার পাঠিয়েছিল
দন্ডকারণ্যের জঙ্গলে।
রবি বিশ্বাস চলছে
যেমন করে চলছিল
কিশোর বয়সে
দাঙ্গাবাজদের তাড়া খেয়ে
যারা তাকে মারতে গেছিল
ধর্মের জিগীর তুলে।
রবি বিশ্বাস চলছে
যেমন করে চলছিল
শিশু বয়সে
বাস্তুহারা হয়ে
যখন জমিদার-মহাজন ফাঁসিয়েছিল
খাজনা-মামলার জালে।
রবি বিশ্বাস চলবে
অনন্তলোকের পথে
যখন কেউ তাকে কাছে রাখবেনা,
আর প্রাণ নেই বলে।