কালো আমাদের হজরত বেলাল,
কালো যে শ্যামা কালী,
কালো নীল যমুনার গোপাল,
কালো মহম্মদ আলি
কালো মলেজ মানবতার তরে
হাসতে হাসতে ফাঁসি যান।
কালো জ্যাকসন গাইলেন
মানবতার ঐক্যের মহাগান।
কালো লুথার মহান স্বপ্নে
দিলেন নিজের মহতপ্রাণ।
মানব সভ্যতা পেয়েছে এরকম
কত শ্যামের বলিদান।
দিনের পর দিন
ভুলে গিয়ে সেই ঋণ।
চলেছে অত্যাচার
কেড়ে নিয়ে অধিকার।
করজোড়ে তাই,
আজ ক্ষমা চাই।
চলে এস ভাই,
সবার এক ঠাঁই।