অনেকেই হয়তো Abou Ben Adem লী হান্টের এই কবিতাটি পড়েছেন। কেউ পাঠ্যপুস্তকে, কেউ শখ করে।
এই কবিতায় দেখানো হয়েছিল, পূণ্যাত্মার খোঁজে আসা ফেরেস্তা আবু বেন আদেমের নাম প্রথমে লেখেনি, কারণ আবু বেন আদেম তথাকথিত ধর্মাচরণ করেনা।
কিন্তু আবু বেন আদেম তাকে অনুরোধ করে যেহেতু সে প্রতিবেশীদের ভালোবাসে সেজন্য তার নাম যেন ফেরেস্তা লিখে নেয়।
পরে দেখা যায় তার নামটাই ফেরেস্তার ফর্দের সবচেয়ে উপরে আছে।
আমরা ধর্মাচরণ করতে গিয়ে অনেক সময় সারবস্তুটাই হারিয়ে ফেলি, সে কথাই এই কবিতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।
কবিবন্ধু মোঃ ইকবালের এক লেখা দেখে হঠাত মনে পড়ল এই কবিতার কথা।
( http://www.bangla-kobita.com/kobiiqbal/post20140525120034/ )