মানুষের কথা বলতে গিয়ে
নজরুল গেলেন জেলে
আর মলেজের হল ফাঁসি।
তবুও মানুষের কথা বলতে
এই আসরে আসি।
তোমার কথা আমার কথা
কত না দুঃখ, কতনা ব্যথা।
কত না জ্বালা মনের মাঝে
এসে জোটে নানান সাজে।
তারই মাঝে বড়ই বাজে
আমাদের এই কান্না হাসি।
তাই মানুষের কথা বলতে
এই আসরে আসি।