ফুল, পাখি
বিপন্ন ছিল
মানুষের লোভে,
সমাজ
ছিল চুপ।
প্রকৃতি
ছিল চুপ।
নীরব বসন্ত।

কারো কিছু
পড়েনি চোখে।
Rachel Louise Carson
লিখলেন
Silent Spring গ্রন্থ

ফুল, পাখি, প্রকৃতি
পেল এক
প্রতিবাদী কন্ঠ।

(Rachel Louise Carson এর ১০৭তম জন্মতিথীতে আমাদের শ্রদ্ধার্ঘ্য)