আমাদের বসরা গুল
নজরুল, নজরুল।
শিরাজি বুলবুল,
নজরুল, নজরুল
যৌবনে মশগুল
নজরুল, নজরুল
লিখেছিলেন ঝিঙ্গেফুল
নজরুল, নজরুল।
বিদ্রোহ তুফান তুমুল
নজরুল, নজরুল।
ছন্দে ছিল দোদুল-দুল
নজরুল, নজরুল।
তোমার লেখায় পেয়েছে জান চিরঞ্জীব জগলুল
নজরুল, নজরুল।
আজ নজরানা দিই নামে তোমার
চির যৌবনের কান্ডারী হুঁশিয়ার।
আফ্তালুন উল্ঝলুল
আমাদের নজরুল।