আজ ১৯ এ মে, ১৯৬১ সালের এই দিনে ভাষা আন্দোলনের উপর শিল্চর রেল স্টেশনে গুলি চললে ১১ জন মারা যান।
প্রত্যেক শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য।
শহীদদের তালিকা
কানাইলাল নিয়োগী,
চন্ডীচরণ সূত্রধর,
হিতেশ বিশ্বাস,
সত্যেন্দ্র দেব,
কুমুদরঞ্জন দাস,
সুনীল সরকার,
তরণী দেবনাথ,
শচীন্দ্র চন্দ্র পাল,
বীরেন্দ্র সূত্রধর,
সুকমল পুরকায়স্থ এবং
কমলা ভট্টাচার্য।
এছাড়াও আসামেই বাংলা ভাষার জন্য ১৯৭২ সালের ১৭ আগস্ট আরো একজন শহীদ হন:
বিজন চক্রবর্তী এবং
১৯৮৬ সালের ২১ জুলাই শহীদ হন দুজন:
জগন্ময় দেব ও
দিব্যেন্দু দাস