চলো আজ খুঁজে আসি
সেই নেউলটাকে
লুকিয়েছিল সেই ঝোপের ধারে
ছোট্টোবেলাকার সেই ফিকে হয়ে আসা
বিকেলে
তাকে দেখেছিলাম