ব্যাঙ্ক লুটে চলে যায়
লাইনে জমে ক্ষোভ।
বিদ্রোহের জয় গাওয়া
কবি আজ নীরব।
জ্বলছে আসানশোল,
বাদুড়িয়া-ধুলাগড়ের শৈশব।
অশ্রু মোছ বিপ্লবী
কবি আজ নীরব।
আসিফার কায়ায়, চিনারের ছায়ায়
নয়া ডায়ার করে তাণ্ডব
কই তুমি প্রতিস্পর্ধী
কবি আজ নীরব।
তবু আশা রাখি এই জাহান্নামের আগুণেও
আবার ফোটাবে তুমি ফুল।
যুগের হুজুগ কেটে গেলেও
অমর তুমি, কবি নজরুল।