সবটাই ভুলে গেছি বললে মিথ্যে বলা হবে,
ভুলতে যে চাই একথাও তো আদপেই মিথ্যে নয়।
আজো একই রকম রাগ-ঘৃনা-ঈর্ষা-দ্বেষ হয়।
আজো এই মনটা আশ্রয় খুঁজে বেড়ায়।
আমার এই ঠোঁটদুটো বড়ই নিশপিশ করে ওঠে ডুবে যাওয়ার জন্য,
আমার আহত অভিমান আবার আস্ফালন দেখাতে চায়।
আমার হাতদুটো আবারো চায় বাহুডোরে নিতে,
খুঁজে পেতে শরীরের সমস্ত ভাঁজ।
চাহিদাটা হয়তো একই রয়ে গেছে,
শুধু আমার চাওয়াটাই বড় বদলে গেছে আজ।
না তবুও যাবো না কাছে,
যা গেছে তা ফেরার নয়।