একাকীত্বের মরুমাঝে, প্রিয়ে মোর।
মরীচিকাসম স্পন্দিত তব কন্ঠস্বর,
বিম্বিত তব মদিরাময় অধর।
একাকীত্বের মরুমাঝে,
আমাদের ব্যবধানের ভস্ম তলে
প্রস্ফুটিত হয় যথিকা-গোলাপ তব পরশমধুরতায়।
জানিনা কোথা হতে আসে
তব শ্বাসের উষ্ণতায়।
নিজ সৌরভে ধুমায়িত হয় – ধীর শিথিলতায়
দূরে আরও দূরে, ওই সীমা পারে
শিশির তব মোহিনী অনুখনের
জ্বলে ওঠে বিন্দু বিন্দু করে ।
এমনো পেলবতায়, প্রিয়ে মোর,
স্মৃতি তব রেখেছে তার হাত
মোর হৃদয়ের নকশার পর।
আমাদের এই বিদায়ের উষাতেও,
আমাদের বিচ্ছেদে যেন তপন ঢলে পড়ে।
আর মিলন নিশি আসে এই আঁধারে।
মূল নাজমঃ দাস্ত-এ-তানহায়ি মে
কবিঃ ফৈজ আহমেদ ফৈজ