বারবণিতা টাকা পেলে খদ্দেরের সাথে শোয়,
আইনজীবী টাকা পেলে অপরাধীর জন্য দাড়ায়।
আইনজীবীর কারিশমায় অপরাধী খালাশ পায়,
ন্যায়বিচার তখন বন্দী হয় জেলখানায়।
গণহত্যাকারী, স্বৈরাচার, পাপাচার, মদখোর
ভূমিদস্যু, জমি দখলকারী, নেশাখোর,
দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জালেম, অপরাধী
কোর্ট তাদের শাস্তির জন্য; যারা পাপী তাপী।
আইন তৈরী হয় মূলত অপরাধ দমনে,
সেই আইন প্রয়োগ হয় অপরাধীর পুনর্বাসনে।
আইনের ফাঁক গলে বেরিয়ে যায় অপরাধী,
আজকের ছোট অপরাধী কাল বড় পাপী।
পাপী তাপীরা অপরাধের ধারক-বাহি,
সত্যবাদীদের জন্য ন্যায়ের সুর গাহি।
শাসক যায়! শাসক আসে! কোথায় ন্যায়বিচার?
চারিদিকে ছড়িয়েছে অনাচার আর অত্যাচার।