সবাই যদি পরিশ্রম করে ধনী হয়,
টয়লেট মলে ভরে গেলে,
মেথর হবে কে?
সবাই যদি পরিশ্রম করে ধনী হয়,
রাস্তায় সাধারণ মানুষ কিভাবে যাবে?
রিক্সা চালাবে কে?
সবাই যদি পরিশ্রম করে ধনী হয়,
বড় ভবন, অট্টালিকায় চুনকাম করবে কে?
ভবনের শ্রমিক হবে কে?
সবাই যদি পরিশ্রম করে ধনী হয়,
বড় কারখানার শ্রমিক হবে কে?
নাইটগার্ড হবে কে?
ধনী গরিব, বড় ছোট, সফলতা ব্যর্থতা
সমাজের সৌন্দর্য,
পরিশ্রম করলেই ধনী হতে পারবে মিথ্যা
পরিশ্রম করলেই সফল হতে পারবে মিথ্যা।