তোমাকে শিক্ষা দেয়
মানুষ, বৃক্ষ, পশু-পাখি,
জাগতিক শিক্ষার শেষ নাই
জ্ঞান যতই মাথায় মাখি।
মা শিখায় ঐ যে তোর বাপ
ঐ যে তোর দাদা,
উনি হলেন চাচা, মামা, নানা,
আর উনি পরদাদা।
ঐ দেখা যায় চাদ তারা!
ঐ দেখা যায় সূর্য!
সারা দুনিয়া দেখতে লাগে
কত সুন্দর, অপূর্ব!
ঐটা হলো গরুর শিং
হাতি, গাধা, কুনো ব্যাঙ
ঐটা হলো হাতি
জিরাফের লম্বা লম্বা ঠ্যাং।
খারাপ জনে মিশবে না,
বাঁসি ভাত খাবেনা,
গুরুজনকে সালাম দিতে
কখনো তুমি ভূলবেনা।
বিপদ পড়লে তুমি
আল্লাহর কাছে সাহায্য চাইবে,
সবাই মরে যাবে
আল্লাহকে সদা ডাকবে।