আমরা ব্রিটিশ হতে স্বাধীন, মানি
আমরা পাকিস্তান হতে স্বাধীন, মানি।
অত্যাচারের নিগ্রহ হতে স্বাধীন, কই?
জালিমের জঞ্জাল হতে স্বাধীন নই।
যতদিন রবে পাপাচার, অনাচার, বৈষন্ন
ততদিন আমরা স্বাধীন নই, স্বাধীনতা অসম্পন্ন।
ফাঁকা বুলির আওয়াজ স্বাধীন, স্বাধীনতা
লুন্ঠিত হয় অধিকার, বঞ্চিত মানবতা,ল।
স্বাধীনতার ব্যবচ্ছেদ করলে ইনসাফ থাকে না
অসম্পূর্ণ, এই পরাধীন স্বাধীনতা আমি মানি না।