সাহত্যপ্রেমী পাঠকবন্ধুর পছন্দ
সাধারণত প্রেমসাহিত্য, প্রেমের মুখবন্ধ।
উপন্যাস, কবিতা, প্রবন্ধ
রোমান্টিক ছোয়ায় আশা আর আনন্দ।
ধরো, সাহিত্য পাঠক পড়ায় মত্ত,
দশ হাজার পাঠক পড়লো প্রেম সাহিত্য।
পাঁচ হাজার পাঠক ধাবিত হলো প্রেমের দিকে
নর নারীর দিকে, নারী নরের দিকে।
সবাই ছুটছে দিগ্বিদিক,
কোথায় প্রেম হবে ঠিক?
পাঁচ হাজার মানব প্রেম করলে,
প্রায় সবার প্রেম যাবে বিফলে।
কেউ একটা চুমু খেয়ে ভাববে প্রেম সফল,
কেউ ছ্যাকা খেয়ে সইবে প্রেমের ধকল,
কেউ প্রেমের হিটে হবে পাগল।
কেউ রাতের আধারে পালাবে,
বর্ডার পাস হয়ে নারী পাচার হবে।
কেউ কাজী অফিসে যাবে,
সুখের ঘর গোছাতে চাবে।
একান্তে সময় কাটানোর সময়,
যুগল চুমু খেয়ে হবে প্রেমময়।
কেউ কেউ ব্যভিচারে মত্ত হবে,
হয়তো পেটে বাচ্চাও হবে।
হয়তো হঠাৎ তাদের বিয়ে হবে,
নয়তো বাচ্চা এবরসন হবে।
আবার হয়তো কেউ আত্নহত্যা করবে,
প্রেমে ডুবে মরে ভাসবে....
খারাপ কাজে উৎসাহ দেয়
খারাপ কাজে প্রেরণা দেয়,
প্রেমসাহিত্য থেকে পাঠকের দূরে থাকা সমুচিত
আপনি ঠিক করুন; কি করা উচিত?
১৯/১২/২৪