অন্যায় দেখে বসে থাকোনি
কিছু একটা করেছো,
একটা কবিতা লিখেছো
কবিতা তুমি অপরাধ করেছো।