দেশের আট দশটা মানুষের মতো
সাধারণ তোমার জন্ম,
জন্মের সময় উপুড় হয়ে ছিলে;
রক্ত ভেজা মানব প্রজন্ম।
কান্না জুড়ে বলেছিলে,
আজ আমি এসেছি ভবে,
মরণ পর্যন্ত আমি থাকবো
হিসাব শেষে হবে।
এক টুকরো ন্যাকড়ায় জড়ায়ে
রক্ত মুছে ছিলো,
ব্লেড দিয়ে নাড়ি কাটার পর
জন্মানো শেষ হলো।
তোমার জন্মানো শেষ নয়
জন্ম নেয় আরো শিশু,
তোমার জন্ম মানব জীবনে
মনে রেখো, তুমি নও পশু।