ভালবাসার কথা বললাম,
দু এক লাইন লেখলাম।
ভালবেসে আত্মহত্যার কথা শুনে থামলাম,
জাতিকে বাঁচাতে হবে ভাবলাম।
কি আর করি ছলেবলে?
একটা কবিতা লিখব বলে।

দুলিতেছে দড়িতে দোলনা,
দূরে রেখে সব খেলনা।
কত আনন্দ, নাই দুখ, ক্লেশ,
ওরা ভালো আছে বেশ
সোনামনিরা সব ছোট বলে,
একটা কবিতা লিখব বলে।

মা বলে বাউন্ডেলে,
বৌঝি কহে এলোমেলে।
এমনি করে কি দিন যাবে?
জীবন শেষ হয়ে যাবে।
ধর্মে সিদ্ধ, নিষিদ্ধে জীবন চলে,
একটি কবিতা লিখব বলে।