ব্রিটিশ ভারতীয় উপমহাদেশে
১৯২০ সালে শুরু হওয়া নির্বাচন ব্যবস্থায়
জনতা ব্রিটিশ আমলে ৬ বার,
আমজনতা পাকিস্থান আমলে কমপক্ষে ৫ বার,
জনগণ বাংলাদেশে ১২ বার ভোট দিয়েছে।
জনগণ ন্যায়বিচার ফিরে পায়নি
সাম্য, ইনসাফ খুঁজে পায়নি।
একটা ভোট দিলেই সব ঠিক হয়ে যাবে
নির্বাচন শেষে ইনসাফ ফিরে আসবে,
যারা আশ্বাসে বিশ্বাস করেন,
তারা পাগলা গারদে একটা সিট অগ্রিম বুকিং দিতে পারেন।
দরকার পুরো সিস্টেমের পরিবর্তন......