চারিদিকে বই আর বই,
যুগের সেরা সব বই।
পুরাতন বই, নতুন বই
দেশের ঐতিহ্যের বই।

ধর্মের বই, জ্ঞানের বই
বিজ্ঞানের বই, আনন্দের বই।
বাংলা বই, আরবি বই,
ইংরেজী বই, বিদেশী বই।

রান্নার বই, ভ্রমণের বই,
বইয়ের সাগরে ডুবে রই।
ছড়ার বই, হইচই রইরই,
শুধু বই, বই আর বই।