মায়ের দুধে উত্তপ্ত শরীর, শুরু হলো বড় হওয়া,
সন্তানের গায়ে লাগে নাতিশীতোষ্ণ হাওয়া।
শুধু খাও; শীত, গরম তুমি কিছু বুঝোনা,
যার তার গায়ে হিসু করো, বড় ছোট মানোনা।
ক্ষুধা লাগলে কাঁদো, খাওয়া শেষে হাসো, খেলো,
পানি বিয়োগে ভাসাও; ওয়াও, ওয়াও বলো।
মায়ের দুধে চলে ছয় মাস, পেট তারপর ভরেনা,
গো-দুধ, গুড়ো দুধ খাওয়ানো হয়েছে ভেবোনা।
তোমার বাপ প্রয়োজন পূরণ করে,
তুমি ইয়াতিম হলে চাচা প্রয়োজন পূরণ করে।
তুমি চাচাহীন হলে মামা প্রয়োজন পূরণ করে,
তুমি মামাহীন হলে মুরব্বি প্রয়োজন পূরণ করে।
পৃথিবীর যেই প্রয়োজন পূরণ করুক না কেনো?
সে একজন মানুষ; মানুষকে ভূলো না হেনো!