তুমি আলেমের বিরোধিতা কর, সময় অসময়
ইংরেজরা সন্তান রেখে যায়, পালানোর সময়,
শরিয়ত ছাড়া বিবাহ হয় ব্যভিচার
বাচ্চা হবে জারজ, ফতওয়া দুরবার,
শরিয়ত ছাড়া নামায বাতিল, রোযা বাতিল
শরিয়ত ছাড়া তোমার ঈমান বাতিল,
শরীয়ত ছাড়া রাষ্ট্র কি হবে বলো?
আলেমরা বলবে, তুমি বলো বা না বলো!
ব্রিটিশ ভারতের সাথে তফাত বর্তমান রাষ্ট্রের
আইন কানুন এখনো সব দারুল হরবের,
কুফরি মতবাদ ধর্মনিরপেক্ষতা, নাস্তিকের ফিতনা
আরো আছে হজ্জ, কিসাস, পর্দার বিরোধিতা,
উলামায়ে দেওবন্দ হাত গুটিয়ে বসে নেই
থাকবেনা কোনোদিন বসে, হয়তো তোমার চোখ নেই,
কুফর থেকে ঈমানকে স্পষ্ট করার দাওয়াত
জাতিকে সতর্ক ও সাবধান করার দাওয়াত,
জান্নাতের পয়গাম, জাহান্নাম হতে সাবধান
হালাল রুজি দরকার, হারাম হতে সাবধান
ইলম কিছু শিখেছ তা আলেমের অবদান,
যখনই এসেছে অত্যাচার, নির্যাতন, স্বৈরাচার
আলেমরা জেগেছে, জেগেছিল বারবার
প্রয়োজন ছিল যতবার, জেগেছে ততবার,
ইসলামিক রাষ্ট্রের স্বপ্ন বনাম বাস্তবতার গান
তোমার সামনে খোলাসা ফাঁকা বুলির ময়দান,
তোমার সাড়ে তিন হাত বডিতে ইসলাম নাই
তুুমি বল, রাষ্ট্রে ইসলাম চাই,
তুমি ইসলামের কোন বিধান মানো
ইসলামিক রাষ্ট্র আসার দিন গুনো।