কতই বা হবে আমাদের দেনার সমষ্টি
অথচ তোমাদের তাগাদা ব্যতীত একটা সূর্য ওঠেনি?
তোমাদের প্রাপ্তির কোন সাক্ষী নেই
দলিল নেই, এমনকি উল্লেখযোগ্য ইতিহাসও নেই
প্রকৃতির দানকে তোমরা লিখে রেখেছো
আর হিসাব বহির্ভূত দেনার দায় চাপিয়েছো
তোমাদের আত্মার মৃত্যু যুগ সন্ধিক্ষণ নয়
আমাদের অসুস্থ অন্তঃকরণ তোমাদের শক্তি ।

নিতান্তই বাধ্য না হলে আমরা বলি না, চাই না
তোমাদের কাছে আমাদের সম্পদ কেন থাকবে?
তার পরেও তোমরা দেনার ভারমুক্ত
আমাদের রক্ত অনেক সুস্বাদু তাই খেতে পারো
অবশ্য তোমাদের রক্ত পরীক্ষার ল্যাব পৃথিবীতে নেই
অনেকে সন্দেহ করে হিংস্র বন্যের বলে
আমরা বলি না; কারণ আমাদের বলতে নেই
যদি বলি, তাহলে আমরা হবো ঋনগ্রস্থ
আর তোমরা হবে মহাজন।

আমাদের কিছু পাপ তোমাদের মহাপাপের পাথেয়
আমাদের কিছু ভয় তোমাদের বীরত্বের বিজয়
সময় আসবেই… আসবেই আমাদের সুদিন
সেদিন সকলের নিখুঁত হিসাবে সুধিতে হবে ঋন।

১৩০৬২০১৯
চাপড়া