আজো চেয়ে আছি রায়দিঘীর জলে
কর্দমাক্ত কচুরিপানায় ভরা,
             আমার শৈশব মিশে আছে
             কৃষ্ণচূড়ার রক্তবর্ণে
             পাড়ের মাধবী লতায় ৷
তুমিও আছো,
নিকানো মাটির আলপনায়
ভেজা স্মৃতি হয়ে ৷

মে,২০১৬