ওর দুঃখ নিংড়ে যে মুক্তা কণা
ক্ষরিত হয়েছিল
অনেক পরে বুঝলাম ওটাই
আমার ডটপেনের কালি৷
অ্যান্টিজেনের উপস্থিতি
অ্যান্টিবডির জন্মের কারণ,
আর অ্যান্টিবডির জন্ম হলো
অ্যান্টিজেনের ধ্বংসের কারণ৷
জীবনের এ নিয়মগুলি চলে
প্রকৃতির নামে৷
নিরন্তর গবেষণা শেষে আমি
আবিস্কার করলাম
মন আজও অনাবিস্কৃত৷
লেন্স বেয়ে নেমে আসে বারিধারা
উদাস মনটা বড়ো উদার হয়;
নিঃসঙ্গ দিগন্তে চোখ রাখলে ভাবনা আসে,
হয়তো আকাশের উপরেও আছে
আরো এক ফালি আকাশ৷
১৬০৯২০১৭
কুলগাছি৷