যাদের উৎপাদনে আমি বাঁচি
বাঁচে বিল গেটস্, রাজ্যের সচীব
শুধু উবে যায় তারা
বিরাট মস্তিষ্ক হতে ৷
তবুও কারো কারো মনে পড়ে
বর্ষার জলোচ্ছ্বাসে; যখন
শালিক ভিজে ডানায় ঠোঁঁট বোলায় ৷
উৎপাদকের সরল বিশ্লেষণে
আমি কবি,
শুধু শোভা পায় কবিতায়,
কম্পিত কপোতের গান;
চাল ফুড়ে নেমে আসে খোদার রহমত
বহুতলের জানলাটা খুলে লিলি বলল—
ইস্! কি অবস্থা!
ব্যবস্থা নেয় না কেউ ওদের, তবুও
ওরা মরেনা, বেঁচে থাকে,
বাঁচিয়ে রাখে জীবন শৃঙ্খল ৷