ভোর হলে ফের কবিতা আসে অন্যথা হয়ে
ভোরের সাথে তুমি মানিয়ে গেছো বেশ
ঘুম ভাঙে রোজ ফজরে সেজদার টানে
তুমি জাগো তার‌ও আগে আযানের তানে।

অনুচ্চ পাহাড়ের পাদদেশ হেসেছিলে
কিংবা প্রাচীন কোন প্রাচীরের গায়
তোমার স্কেচ আঁকা পাতাল ফোড়া স্থাপত্যে
ভারবাহী স্মৃতি দাঁড়িয়ে অসত্য সত্যে।

বুড়িগঙ্গার পবিত্রতা ফিরে আসে এই ভোরে
মেঘনার উচ্ছ্বাস ভোলেনাকো মন-মগজ
ভোরের সাথেই চলা শহরের নির্জন জনে
হারানো সময়গুলো ফেরে ঠিক এই ক্ষণে।

১৭০২২০২০
বাংলাবাজার, ঢাকা