সেটা ছিল নিষ্ঠুর উপলক্ষ্য

অন্ধকার রঙে যতটুকু তুলি ঘুরানো যায়
এটা তার চেয়েও কালো ।

কালের শারীরিক বাস্তবতা নোঙর ফেলে
নর্দমার অপরাধে ।

গ্রীষ্ম-শীত বিপরীতমুখী হাঁটে
ভ্রুণের সাথে পরিকল্পনা করে আশাতুর মা ।

নারীত্বের আফসোস!
সন্তানমুখী জীবনের মাঝখানে
সোনালী স্বপ্নের উঠোন;
                          ক্রমশঃ
             পিছিয়ে
    পড়ে
আজীবন লালিত স্বপ্নের সাথী ।

ধূসর লিপিতে লেখা যে ঐহিক বাসনা
তা কেবল‌ই অজ্ঞাত অন্ধকারের উপলক্ষ্য।

০৬০১২০২৪
ইসলামগঞ্জ হাই মাদ্রাসা