কিছু অত্যাধুনিক শব্দের প্রলেপ লাগানো থাকে
আমার দৈনন্দিন ও বিশেষ সংলাপের গায়
দিনের জন্ম-মৃত্যুতে যেমন রাতের আনাগোনা
মানুষ ভেদে আমার ওজনটাও তদ্রুপ।
এই উত্থান-পতনের ওয়েভ আত্মনিয়ন্ত্রণে
পরিমিত নয়; শুধু ছদ্ম গাম্ভীর্যে বিন্যস্ত।

ব্লেজার গায়ে চড়ালে পাশের তুলনীয়রা
কেমন ক্ষুদ্র অনুভূত হয়; কিছুটা তুচ্ছও
যদিও সেই তুলনায় বড়ো হতে পারিনি কখনো
অথচ আকাশের রঙ উভয়ের দৃষ্টিতেই নীল।
শরতের ভোরে শিশিরের স্বচ্ছ দানাগুলো
আমাদের জমিতে কখনো ভিন্নধর্মী হয়নি।

মনে প্রাচীন দাসত্ব আর অন্ধ আনুগত্য
একটুখানি নৈসর্গিক নীরবতায় ভাবতে চাই
ভৌগলিক পতন ও ঐতিহাসিক ধ্বংসের পাশে
কিন্তু আবার পশুর সখ‍্যতা নির্মিত হয় অন্য বর্ণে
অথচ তেমন কোন অনুভব বিচলিত করে না
আসলে অন্ধকারে প্রবেশ করতে দরজা লাগে না।

২২০৯২০১৯
শিবপুর, হাওড়া