খুলে দিলেই উন্মোচন হয় না,
উন্মোচন হলো শিল্পের চাদর খোলা ।
গ্রামের সাঁকো পেরিয়েছি বহুবার
তবুও প্রথম পদক্ষেপ নাকি পঞ্চায়েত প্রধানের
এর নাম শুরু নয় উদ্বোধন;
লাল ফিতেয় সে কথা বিনাঅক্ষরে লেখা।
উৎপাদন যেখানেই হোক
শব্দের বর্তমান আবাসই তার পরিচায়ক।
সকাল সকাল রাত নামলেই
সকাল সকাল ভোর হয়।
চার সকালের কোনোখানেই সকাল নেই
তথাপিও আমার কাছে এক উন্মোচিত শিল্প।
১৯০২২০২১
শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল
সকাল ৭:৩০