আমার ধারণা আমি জানি
কচি পাতাগুলো কেন ঝরে যাচ্ছে
আর আমি বিশ্বাস করি,
এই বাগানের মালিকের প্রতি ।
অন্ধকারের শেয়ালগুলো অবস্থান নেয়
ধোঁয়াশাপূর্ণ দৃষ্টির অগোচরে;
সাত দশক পার করেও কালের উপকন্ঠে
নিশ্চিন্তে জাবরকাটে নানা বর্ণের নরপশু
আমার ধারণা আমি তাদের চিনি ।

পৃথিবী প্রদক্ষিণ করে ঐ বাগানের বহু শরিক
তারা নাকি অবিসংবাদিত উত্তরাধিকারী
নানা বাহানায় বাহনে চড়ে ভ্রমণ করে
অথচ পথ দেখায় সাদা শেয়ালের প্রজাতি
চলে দু-পায়ে তাছাড়া লেজবিহীন
আমার ধারণা এরা ক্ষতিগ্রস্ত
আর আমার বিশ্বাস 'উলাইকা কাল-আন‌আম'।

১২১২২০২৩
চাপড়া