তুমি এলে তাই
হেসে উঠল একটা জগৎ
নিহারীকা ঝাউ বীথি বন
সবুজের মায়া হলো সৃজন
তুমি এলে তাই
ফুটল করবী টিউলিপ দল
মুক্তা দানা ঝরল অবিরল
সুর তুলে সব বাজল মাদল
তুমি এলে তাই
পোহাল তিমির জাহেলী রাত
রঙধনু সেচে এলো রং সাত
এল চিরন্তনী প্রেমের বরাত
তুমি এলে তাই৷