সোনার সকাল স্বপ্নে এঁকে
নিত্য মনে বন্দী রেখে
সন্ধ্যা ভোর সকাল
রঙিন মেঘের কল্প ডানা
হারিয়ে যাওয়ার নেই সীমানা
রৌদ্র হারা বিকাল।
আমি যে চাই বুক ভরিয়ে
খুশিতে তোর মন ভিজিয়ে
প্রেমের ছবি আঁকি
ছোট-বড়়ো সব অনুভূতি
হৃদ যন্ত্রের বাড়িয়ে গতি
দেবই তোরে ফাঁকি।
তোর আঁখিতারা আমার প্রাণে
নিষ্ঠুরতার আঘাত হানে
অচল দীঘির পাড়়ে
আমার মৃতপ্রায় হৃদয়খানি
তোর বন্ধ ঘরের স্মৃতি আনি
বসেছে আমার ঘাড়়ে।
নিত্যরে তুই বলিস মোরে
নেই বাঁধা মোর হৃদয়ডোরে
প্রেমের রশি দিয়ে
আর কি থাকে রিক্ত মনে
রক্ত ঝরা হৃদ আসনে
তোরই স্নৃতি নিয়ে?
মুক্ত পাখির খাঁচায় আনি
ভালোবাসে কোন সে প্রাণী
কোন দেশে তাঁর বাস,
সুদীর্ঘ পথ হাঁটার পরে
জীবন ভরা নদীর পারে
শেষ হবে তাঁর শ্বাস।
অযুত প্রেম জমিয়ে রাখিস
প্রিয়জনকে ভালোবাসিস
সোনার প্রিয়া মোর
আকাশ-কুসুম প্রেমের বাতি
নিয়ে স্বপ্নভরা নিঝুম রাতি
আসুক নতুন ভোর।
২১০৫২০১৯
শিবপুর হাওড়া