যদিও সকালটা ভোরের উত্তরসূরী
তার পরেও সূর্য্যটাই নিয়ামক;
নিষিদ্ধ বাগানে তার আগমন
যতটা ভালো দেখায়,
প্রয়োজন তার চেয়ে বেশি৷
ঢেউ ভাঙা সাগর সফেন
মিশে আছে ক্যামেরার লেন্স
আর ইন্টারনাল মেমরীতে,
সেই জন্যই এই ফুলের চারাটা;
কারণ আমি চাই
টবে আশ্রয় নেওয়া চারাটা
আমার ফুলদানীর পূর্বসূরী হোক৷
14112017
দেবগ্রাম