অনুভূতির সবটাই জুড়ে তোমার আবির্ভাব,
ছিলে চিন্তায়-চেতনায়, স্বপ্নের পাতা জুড়ে
দেহের প্রতিটি রোমকূপে খুনের ধারার মতো ৷
তোমার প্রেমের রঞ্জনায় আজও আসে
তপ্ত নিঃশ্বাস, মধুর আবেশ দেহময়;
শ্রান্ত মন, ক্লান্ত দেহের মনোরম আশ্রয় তুমি
তুমি তো নিজেই এক জীবন্ত কবিতা ৷
তবুও মনের গোপনে চিরকাল
চিরন্তনী লালিত অনুভব জুড়ে
পড়ে থাকে যেন শীতের কাথা মুড়ে
যেন কোন এক বনফুল তুমি
কত মালীর চোখে থেকে গেলে কতকাল
আমি যেন নিরাশায় বুকভাঙা বণিক
যে হারিয়েছে পাথার জলে রত্নভান্ডার,
ঘরে রেখে তোমার মতো জহরত
শৈবাল, মুক্তার বীজ কিংবা কাঞ্চন ৷
আজো প্রতীক্ষায় থাকি
হয়তো তুমি আসবে ফিরে
স্বপ্নের পসরা নিয়ে আমার কুঁড়েঘরে;
তোমার দেহজ উপাদানে যে কুঁড়ি ফুটেছে গায়
আমার প্রতিটি ঘামের ফোঁটায়
উর্বর ভূমিতে রাখবো তাদের মূল
লক্ষ্যে পৌছবে তারা জীবনের পথ বেয়ে
তুমি থেকে যাবে সাথে চিরকাঙ্খিত
শুভ্র পবিত্র আমার স্বপ্নের ফুল ৷
২৪১১২০১৮
চাপড়া