যুক্ত শাসন এই দেশে তাও
দুইয়ের মাঝেই এক আচার,
ভুক্তভোগী সবাই দেখো
কারে বলে স্বৈরাচার।
শিরদাঁড়াটা ভাঙতে হবে
শিক্ষাতে তাই এই নীতি,
বাঘমুখো সব বেড়ালগুলো
করছে দেখো রাজনীতি ।
আন্দোলনে আন্দোলিত
ন্যায্য দাবীর পাল তুলে,
কর্মীরা সব শহিদ মিনার
কতক ঘরে হাইতোলে ।
সহমতে থেকেও দেখি
জল মাপে সব কি হবে,
আশায় থেকে আশান্বিত
কি ঘটে এই বিপ্লবে ।
নাচতে গিয়ে ঘোমটা টানি
আমরা কিছু বিপ্লবী,
তিন ভাগেতেই উঠছে মেতে
ঘরের কাছের এক লবি।
চওড়া বুকে শক্তি সাহস
করতে হবে আমদানি
ভাঙতে হলে বন্ধু আমার
স্বৈরাচারের হাতখানি।
২০০২২০২৩