সেই কবে……
স্বাধীনতা হীনতায় বাঁচতে চাওয়া নিয়ে
প্রশ্ন তুলেছিলেন রঙ্গলাল বাবু
উনবিংশ শতাব্দীতে;
তারপর হাঁড়ি মুচি দলিত মুসলিম হিন্দু
শরীর থেকে কত ক্ষারধর্মী তরল যোগকলা
বিয়োগ করেছে; তাজা প্রাণ ঢেলেছে
স্বাধীনতার বিনিময়ে ৷
স্বাধীনতার কত মূল্য!
দুটো শতাব্দী ঘুরে, মরে, তবে এলো স্বাধীনতা
উনবিংশ শতাব্দীর মাঝখানে;
কত ত্যাগ ধরে রেখেছে সোনালী ইতিহাস
গোলাম মাসুম, তিতুমীর, ক্ষুদিরাম
সিঁধু-কানু, বিনয়, বাদল দিনেশ;
আছে বিনাশী বেইমানের কিছু কলঙ্ক
তারা স্বাধীনতা বিকোতে চেয়েছিল
ব্যক্তিস্বার্থে, দাসত্বের বিনিময়ে ৷
আমি সেই স্বাধীনতার একজন উত্তরাধিকারী,
পূর্বসূরীদের কষ্টে অর্জিত অমূল্য সম্পদ
যার প্রভাবেই জমিনে বুনি ইচ্ছার শস্য
প্রবৃত্তি অনুযায়ী মধ্যাহ্ন ও নৈশ আহারের মেনু
মনের মাধুরী দিয়ে গাওয়া সঙ্গীতের অধিকার
ধুতি-পাঞ্জাবি, প্যান্ট-শার্ট, শাড়ী-বুরকা
বিচিত্র বসন পরিধানের অবাধ স্বাধিকার;
এ সবই ঐ মহাস্বাধীনতার দান ৷
কাল হেঁটেছে সময়ের পথে,
তাই স্বাধীনতা বিকোয় মুদির দোকানে
তেরঙা কাগজের পাতায়,
আহারে বিহারে বাঁধা শৃঙ্খল
পতাকা উড়িয়ে বসে পতাকার পরে
আর পাঠ দেয় দেশপ্রেমের,
উল্টো লাগিয়ে নিশান গরুপ্রেমী দেয়
সঙ্গীতের পাঠ,
একবিংশের নব্য স্বাধীনতার স্বাদ ৷
নতুন করে ভাবনার অবকাশ দেয়
বিনাশী বেইমানের সেই দল
ফিরে আসুক সেই হাঁড়ি-মুচী, দলিত, মুসলিম
হিন্দুর রক্তে গড়া মুক্ত প্রাণের স্বাধীনতা ৷
14082017