স্বাধীনতা তুমি হেরে গেছো কিনা
পরিত্রাতা হতে পারিয়াছো কিনা
তোমার চেয়ে বয়সে নবীন সন্তান
স্বাধীনতা মানে আজও জানে না।
বহু সূর্য পদানত করে তেরঙ্গা মস্তকে
তুমি বলে এসেছিলে মুক্তির সড়কে
জানি না বয়সভারে কতটা নতজানু
জাতি বদ্ধ এখনো পরাধীন নরকে।
যে ভোর চেয়েছিলো তোমার সন্তান
ইংরেজ কখনও রাখেনি তার মান
হিসাব-নিকাশ সব লেখা আছে মনে
বিষন্ন সুরে বাজে স্বাধীনতার গান