বহু রক্ত ক্ষরণ আর প্রসব বেদনায়
ভূমিষ্ঠ হয়েছিল আজকের স্বাধীনতার
আমার জন্ম হয়েছিল স্বাধীনতা মাথায়
নিয়ে। তাই স্বাধীনতা জন্মগত অধিকার।
বছর অন্তর স্বাধীনতার শুভ জনম
আমাদের অধিকার স্মরণ করায় মাত্র
ত্রিবর্ণ মহত্ব খোঁজেনি ধ্বজাধারী অধম
স্বাধীনতার আবেগে ভরে দাসত্বের পাত্র।
ধলা ইংরেজরা যা কিছু আমাদের দেয়নি
জনতার যত অধিকার করেছিল হরণ,
সাত দশক পরেও তা জনগণ পায়নি
তাই, আজও চুমে যায় নৃপতির চরণ।
রাজার হিংসায় দেশ আজ হয়েছে বিমাতা
কালা কানুনে আটকে জনতার স্বাধীনতা।
১৫০৮২০১৯
নাথকুড়া