একটা মিছিলের লাইনে ওরা একই রঙে
ভেবেছিল আগুন ভিজিয়ে জ্যোৎস্না কিনবে
কিংবা রচনা করবে প্রসবের নীতিমালা
শরীরের কিছু অংশ ভস্মের সমর্থক
নবজাতকের ছেঁড়া দেহ, এর শিশু মা ৷
সূর্য ওঠেনি সেই মিছিলের শ্লোগান বদলাতে
পরিবর্তে জন্ম নেয় ঘনীভূত নতুন অন্ধকার;
সেই অন্ধকারের রোমকূপে বাস করে জোনাকী
যে বির্য জমাট বাঁধেনি তার গুডবাই হলো
হাঁটা পথ আলোহীন এক মহা সূর্যসংকট ৷
২৭০২২০১৮
দেবগ্রাম