বিছানা ছাড়িয়া আমি জোরে জোরে বলি,
কে দিল এভাবে মোর মশারিটা খুলি?
মশার গায়ক দল কানে ঢেলে গান,
শুনায়ে সুরের তান জ্বালায়েছে প্রাণ৷
ভাঙিয়া স্বপ্ন সে নোঙর ফেলেছে দেহে,
টানিয়া রক্ত-রস বলছে মোরে কিহে…
রাঙা সূর্য দেখনি? পুব জানালা পরে
পুষ্প রাঙা ভোর এসেছে তোমার ঘরে ৷

নিদ্রা ঠেলে উঠেই শিশির কণা দেখে
বলি আমি পুষ্প হাসি সারা দেহে মেখে
এমনি করে তুমি রোজ সকালে এসে
মশারিটা দিও খুলে ঊষা ভালো বেসে৷

১০০৪২০১৮
দেবগ্রাম