আর কতকাল অপেক্ষা করে থাকবো
আকাশ তো আর নামলো না
পর্ণমোচী বৃক্ষের মতো ঝরে যায়
আশা-নিরাশার অলৌকিক উৎকণ্ঠা
বহু নারীর আলো ছিটকে আসে
ভালবাসার নানা উপসর্গ নিয়ে
তবুও মেঘ কাটেনি পাশের আকাশের।
আজকাল মদিরার নেশায় শান্তি খোঁজে
উলঙ্গ অতীত ঘোমটা টানে;নববধূ যেন
অন্ধকার স্ত্রীলোক প্রদীপ জ্বালে
সন্ধ্যার গায়ে লেপে দেয় দিনের শেষটুকু
তারপর মেলে যায় একাকিত্বের সামিয়ানা।
ঘরের আঁচলে মন মুছে দেয় নিকট গ্রন্থি
নিশীথের অখন্ড অন্ধকারে ঢাকা শরীর
নিদ্রায় চড়ে পৌঁছয় ফজরের ঘাটে
ওজুর স্রোতের পাড়ে সেই অন্ধকার নারী।
১১০৪২০২০
কুলগাছি