আমি খুঁজে চলেছি সিংহ শাবক
তোমার হাতে রয়েছে ফুলের স্তবক

আমি যখন জগৎ ঘুরে ফিরে আসি
তখন তোমার হাতে যুগের আরশি

সহবাসে বুঝেছিলাম তুমি যারে ডাকো
হয়তো কখনো আমি তারে পাবোনাকো

এভাবেই চলেছি দুজনে কতকাল ধরে
হয়তো পাবো কোনদিন এ হাঁটাপথ পরে

যেদিন খুঁজে পেলাম আমার সিংহ শাবক
হাতে ধরে আছে দেখি তোমার পুষ্প স্তবক

দুজনেই ফিরে আসি ছেড়ে সব দুখ
তোমার আরশির মাঝে ভাসে মোর মুখ ৷

১১০৪২০১৮
দেবগ্রাম