হাজার ধারায় তোমায় যদি
সাত সাগরের পার অবধি
আইন-কানুন বাঁধে
পাহাড় সমান বিপদ দিয়ে
আগুন শিখার হিংসা নিয়ে
কোপায় তোমার কাঁধে।
তবুও তুমি হয়ো না নিরাশ
ধ্বংস হবেই তাদের ত্রাস
জীবন নদীর পারে,
ঈমান-আমল টিকিয়ে রেখে
খোদার বিধান নাও গো দেখে
মুক্তি পতে গোরে।
সেদিন তাদের গারে ছুরে
কুদরত এরই মুঠোয় পুরে
রক্ষা করেন মাবুদ,
গড়তে এই তামাম জাহান
জগৎ ভরা অগণিত প্রাণ
লাগেনি সই-সাবুদ।
সেই আল্লাহ আজও আছেন
যার নামে সব মানুষ বাঁচেন
তিনিই ব্যথার ব্যথী
ভয় কোরো না বন্ধু মু'মিন
যতই বাজুক দুঃখের বিন
আল্লাহ আছেন সাথী।
(দুঃখিত হয়ো না আল্লাহ আমাদের সাথে আছে।
আল-কুরআন: সুরা তাওবা, আয়াত ৪০)