রমাদ্বান এসেছে আবার সময়ের পথ ধরে
কল্যাণীয়া সিয়াম সাধনা নিশ্চিত করেছে চাঁদ
নিদ্রা ভেঙে ওঠো জেগে, যার হৃদয় গিয়েছে মরে
ইমানী আঘাতে ছিন্ন হোক যত শয়তানী ফাঁদ৷
প্রবৃত্তির প্রবঞ্চনা প্রতিহত প্রয়াসে সিয়াম
ফরজ নির্দেশ স্রষ্টার, রোজা কালজয়ী বিধান
সাহরী রজনী, ইফতার সন্ধ্যা খোদার নিয়াম
তারাবীহ জামাত মাসজিদে, ভরে মুসুল্লি প্রাণ৷
রহমত ধরে ক্ষমার পথে নরক মুক্তি ঘটে
ভাগ্য রজনীর মহামাস তুমি মাহে রমাদ্বান
তাইতো মোরা এঁকে রাখি নিষ্কলুষ অন্তরপটে
উম্মতে মুহাম্মদীকে দিলে তোমার বিশেষ দান৷
জাকাত-ফেতরা দিয়ে যেন ঈদ ময়দান যায়,
পুণ্যধর রমাদ্বান বয়ে যাক কল্যাণ ধারায়৷৷
___________________
২৭-৫-২০১৭
কুলগাছি